banglatraffic.com
Monday , 10 August 2020 | [bangla_date]
 1. 1
 2. Blog
 3. hello world
 4. Hello world!
 5. New
 6. news
 7. Online Dating
 8. Paribahis
 9. Микрокредит
 10. অন্যান্য
 11. অপরাধ
 12. অর্থনীতি
 13. আন্তর্জাতিক
 14. করোনা আপডেট
 15. খেলাধূলা

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে যা বললেন সিনহার মা

প্রতিবেদক
News24
August 10, 2020 2:03 pm

বলায় নয় কর্মে বিশ্বাসী ছিল আমার ছেলে। দেশকে নিয়ে অনেক ভাবতো। ছেলে আমাকে বলতো, আম্মা আমরা যদি দেশে ভালো কিছু রেখে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা অনুসরণ করবে। আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে কান্নাজড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে এভাবেই ছেলের

স্মৃতিচারণ করছিলেন নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা নাসিমা আক্তার। একইসাথে হ-ত্যার তদ-ন্তের অ-গ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিচারবহির্ভূ-ত হ-ত্যা যেন আর না হয়। সিনহার মা বলেন, বলায় নয় কর্মে বিশ্বাসী ছিল আমার ছেলে। দেশকে নিয়ে অনেক ভাবতো। ছেলে আমাকে বলতো, আম্মা আমরা যদি দেশে ভালো কিছু রেখে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা অনুসরণ করবে। তিনি আরো বলেন,

সিনহা সবসময় ক্রিয়েটিভ কাজ করতে চাইতো, সবসময় সারপ্রাইজ দিতে চাইতো কাজের মাধ্যমে। ও বলতো, আমি আমার মনের খোরাকের জন্য কাজ করি যাতে মানুষ উপকৃত হয়। একটা ডকুমেন্টরি করছি এখনো বলার মতো কিছু হয়নি, যখন হবে তখন বলবো।

সিনহা মো. রাশেদ খানের মৃ-ত্যুর ঘটনায় ক-ক্সবাজার পুলিশ সুপারের (এসপি) প্রত্যাহার চায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)। আজ দুপুরে সংগঠনটির চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নুরুল আফসার এ দাবি জানান। উল্লেখ্য, গত ৩১

জুলাই রাতে শামলাপুরের পাহাড়ি এলাকা থেকে শুটিংয়ের কাজ শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গু-লিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা। এ ঘ-টনায় দায়ের করা মামলায় এখন পুলিশের হেফাজতে আছেন প্রদীপ কুমারসহ ৯ আসামি।

সর্বশেষ - অন্যান্য