banglatraffic.com
Thursday , 3 September 2020 | [bangla_date]
  1. 1
  2. Blog
  3. hello world
  4. Hello world!
  5. New
  6. news
  7. Online Dating
  8. Paribahis
  9. Микрокредит
  10. অন্যান্য
  11. অপরাধ
  12. অর্থনীতি
  13. আন্তর্জাতিক
  14. করোনা আপডেট
  15. খেলাধূলা

মসজিদ-মাদরাসার ১০ লাখ টাকা আ’ত্মসাত করল যুবলীগ নেতা

প্রতিবেদক
News24
September 3, 2020 10:46 am

সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাঁদ আলীর বি’রুদ্ধে নিজ গ্রাম বাঁশবাড়িয়া মসজিদ, মাদরাসা ও বিদ্যালয় উন্নয়নের ১০ লাখ টাকা আ’ত্মসাতের লিখিত অ’ভিযোগ পাওয়া গেছে। এসবের প্রতিকার চেয়ে ভু’ক্তভোগী বাঁশবাড়িয়া গ্রামবাসী ও কালুপাড়া বাশঁবাড়িয়া স’রকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক স’রকারের বিভিন্ন দফতরে গতকাল মঙ্গলবার লিখিত অ’ভিযোগ

দিয়েছেন। অ’ভিযোগ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা চাঁদ আলী বাঁশবাড়িয়া গ্রামের মসজিদের পুকুর লিজের ১০ লাখ টাকা আ’ত্মসাৎ করেন। সেই সঙ্গে হাফিজিয়া মাদরাসা উন্নয়নের পুকুরটিও পাঁচ বছর ধরে দ’খল করে রেখেছেন।কালুপাড়া বাশঁবাড়িয়া স’রকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের দেয়া লিখিত অ’ভিযোগ থেকে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে কালুপাড়া বাশঁবাড়িয়া স’রকারি প্রাথমিক

বিদ্যালয়ের ফান্ডের ৩০ হাজার টাকা নিয়ে যান যুবলীগ নেতা চাঁদ আলী। একই সঙ্গে শিক্ষক ফজলুল হককে লা’ঞ্ছিত করা হয়। বাঁশবাড়িয়া জামে মসজিদের সভাপতি আব্দুল জাব্বার এবং বাঁশবাড়িয়া হাফিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, যুবলীগ নেতা চাঁদ আলী মসজিদ ও মাদরাসার উন্নয়নের টাকা আ’ত্মসাৎ করেছেন। নিরুপায় হয়ে অ’ভিযোগ করেছি আমরা।

অ’ভিযুক্ত যুবলীগ নেতা চাঁদ আলী মসজিদ ও মাদরাসার টাকা আ’ত্মসাতের বি’ষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমার বাবা শফিজ উদ্দিন কালুপাড়া বাশঁবাড়িয়া স’রকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা রাখা হয়েছে। বাকি ৩০ হাজার টাকার কাজ আমার বাবা করবেন। এ বি’ষয়ে উপজে’লা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন,

যুবলীগ নেতা চাঁদ আলীর বি’রুদ্ধে লিখিত অ’ভিযোগ পেয়েছি। ত’দন্ত করে ব্যবস্থা নেয়া হবে।তাড়াশ উপজে’লা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ বলেন, বাঁশবাড়িয়া গ্রামবাসী ও কালুপাড়া বাশঁবাড়িয়া স’রকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক স’রকারের লিখিত অ’ভিযোগ পেয়েছি। ত’দন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত