banglatraffic.com
Tuesday , 1 September 2020 | [bangla_date]
  1. 1
  2. all
  3. Blog
  4. hello world
  5. Hello world!
  6. New
  7. news
  8. Online Dating
  9. Paribahis
  10. Update Windows Driver
  11. Микрокредит
  12. অন্যান্য
  13. অপরাধ
  14. অর্থনীতি
  15. আন্তর্জাতিক

ব্রা-হ্মণবাড়িয়া প্রকা-শ্যে পুলিশকে কো-পালেন যুবক

প্রতিবেদক
News24
September 1, 2020 9:21 pm

ব্রা-হ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে এক যুবকের ছু-রিকাঘা-তে পরি-দর্শ-কসহ (তদন্ত) দুই পুলিশ সদ-স্য আ-হত হয়েছেন। -মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘ-টনা ঘটে। এ ঘ-টনায় মোবাশ্বের (৩০) নামের হা-মলাকারী ওই যুবককে আটক করেছে পুলিশ।প্র-ত্য-ক্ষদর্শী-রা জানায়, বিকেলের দিকে সদর মডেল থানার ভেতরে ঢুকে ওই যুবক পায়চারি করতে থাকেন। এ সময় পুলিশ সদস্য-রা তাকে

পায়চারির কারণ জি-জ্ঞেস করলে ওই যুবকের স-ঙ্গে থাকা ছু-রি দিয়ে পুলিশের ওপর হা-মলা করার চে-ষ্টা করেন তিনি।ওই যুবক পুলিশ সদস্য-দের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যান৷ এ সময় পুলিশ সদস্য-রা তাকে ধরার চে-ষ্টা চালান। পুলিশ সদ-স্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদ-ন্ত) মোহা-ম্মদ শাহজাহান ও কন-স্টেবল (চালক) সাধন আহত হন।পরে থানার সামনে থেকে যুবকটিকে অনেক চে-ষ্টার পর আটক

করে হাজতে নেওয়া হয়। জানা গেছে, মোবা-শ্বের শহরের পৌর এলাকার উত্তর মৌড়াইলের বাসি-ন্দা।ব্রা-হ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদ-র্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি হাতের দুই আ-ঙুলে আঘাত পেয়েছি। থানার সামনে থেকে যুবকটিকে আটক করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন সে এমন করল। জি-জ্ঞাসাবাদ শেষে বি-স্তারিত বলা যাবে।’সুত্র : আমাদের সময়

আরও পড়ুন= করোনা মহামারীর কারণে একাদশ জাতীয় সংসদের আসন্ন নবম অধিবেশনেও সাংবাদিকদের কার্ড ইস্যু করা হচ্ছে না বলে জানিয়েছে সরকার।মঙ্গলবার সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় এ অধিবেশন শু-রু হচ্ছে।এতে বলা হয়েছে, করোনা মহামারীর

এ বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নি-শ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে স-ম্প্রতি অনু-ষ্ঠিত সংসদের বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।বাংলাদেশ টেলিভিশন বা সংসদ বাংলাদেশ টেলিভিশন অথবা বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার জন্য সব গণমাধ্যমের প্রতি সংসদ সচিবালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - অন্যান্য