banglatraffic.com
Saturday , 14 November 2020 | [bangla_date]
 1. 1
 2. Blog
 3. hello world
 4. Hello world!
 5. New
 6. news
 7. Online Dating
 8. Paribahis
 9. Микрокредит
 10. অন্যান্য
 11. অপরাধ
 12. অর্থনীতি
 13. আন্তর্জাতিক
 14. করোনা আপডেট
 15. খেলাধূলা

বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ

প্রতিবেদক
barta portal
November 14, 2020 10:18 am

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল ও নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে সারাদেশে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, আজ শনিবার (১৩ নভেম্বর) ঢাকায় ও রবিবার জেলা শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এরমধ্যে শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশও করবে দলটি। ফখরুল বলেন, শনিবার জাতীয় প্রেস ক্লাবে যৌথ প্রতিবাদ সমাবেশ এবং রবিবার সারা দেশের সব জেলা সদরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা ও সিরাজগঞ্জের দু’টি আসনে উপনির্বাচনের দিন বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন, জাতীয় প্রেসক্লাব, গুলিস্তান, শাহবাগসহ বিভিন্ন স্থানে গণপরিবহনের বাস-মাইক্রোবাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। এই ঘটনায় রমনা, শাহবাগ, পল্টন মডেল থানাসহ কয়েকটি থানায় ৯টি মামলা হয়েছে শুক্রবার। বিএনপি মহাসচিব ফখরুল বলেন, ‘আমি স্পষ্টভাষায় বলতে চাই- বিএনপি এই রাজনীতি (বাসে আগুন) করে না। আমরা এ ধরনের ঘটনার তীব্র ভাষায় নিন্দা করছি। এই দুস্কৃতকারী যারাই হোক, এটিও মনে করিয়ে দিতে চাই- এটিও কনগনিজেন্সে নেয়া দরকার।’

আরও পড়ুন=প্রতি বছর ভারতের ব্যবসায়ীরা কোটি কোটি ডলারের সামুদ্রিক মাছ ও খাবার রফতানি করে চীনে। তবে ভারতীয় একটিপ্রতিষ্ঠানের পাঠানো হিমায়িত সামুদ্রিক মাছে করোনাভাইরাস পাওয়ার পর তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ করেছে চীন।শুক্রবার (১৩ নভেম্বর) চীনের শুল্ক অফিস জানিয়েছে, ভারতের বাসু ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী এক সপ্তাহ সব ধরনের মাছ আমদানি বন্ধ থাকবে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ভারতীয়

প্রতিষ্ঠানটির পাঠানো হিমায়িত কাটলফিশের (এক জাতীয় সামুদ্রিক মাছ) তিনটি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়। এর পরপরই তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় চীনা কর্তৃপক্ষ।ইন্ডিয়ামার্টের তথ্যমতে, ভারতের অন্যতম বৃহত্তম সামুদ্রিক খাদ্য রফতানিকারক প্রতিষ্ঠান বাসু ইন্টারন্যাশনাল। কলকাতাভিত্তিক প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছিল ২০০২ সালে।

সর্বশেষ - অন্যান্য