নি’র্যাতিত এ সাংবাদিক দৈনিক কক্সবাজারবাণী ও অনলাইন নিউজ পোর্টাল ‘জনতারবাণী ডটকমের’ সম্পাদক ও প্রকাশক। প্রদীপের নি’র্যাতনে চোখ হা’রানোর অবস্থা তার। এই ঘটনার পর থেকে তাকে কোনো ধরনের চিকিৎসা না দেয়ার অ’ভিযোগ করেছে পরিবার। যার কারণে চোখের আলো ন’ষ্ট হওয়ার উপক্রম। ঘটনার সময় স্থানীয় কোনো সাংবাদিক বি’ষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেননি। কয়েকজন সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তখন তারা কেউ ওসি’র বি’রুদ্ধে কথা বলার সাহস পাননি। তার বি’রুদ্ধে সংবাদ করলেই নি’র্যাতন করতো এই ওসি। অ’ভিযোগ রয়েছে, ওসি প্রদীপের ক্ষো’ভের শি’কার হয়ে ১১ মাস ধরে ৬টি মি’থ্যা মা’মলা মাথায় নিয়ে কারাবাস করছেন ফরিদুল। তিনি এখন কক্সবাজার কা’রাগারে রয়েছেন। জানা গেছে, ওসি ও তার সহযোগীদের নানা অ’পকর্মের বি’রুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় গত বছরের ২১শে সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে ফরিদুল মোস্তফাকে ধরে টেকনাফ থানায় নিয়ে তার ও’পর অ’মানুষিক নি’র্যাতন চালান প্রদীপ কুমার। সে সময় তার চোখে মরিচের গুঁড়া দিয়ে নি’র্যাতন করা হয়। এ ছাড়া তার হাত-পা ভে’ঙে দেয়ার অ’ভিযোগ রয়েছে।