banglatraffic.com
Tuesday , 1 September 2020 | [bangla_date]
  1. 1
  2. Blog
  3. hello world
  4. Hello world!
  5. New
  6. news
  7. Online Dating
  8. Paribahis
  9. Микрокредит
  10. অন্যান্য
  11. অপরাধ
  12. অর্থনীতি
  13. আন্তর্জাতিক
  14. করোনা আপডেট
  15. খেলাধূলা

গরু চুরির অভিযোগে গণপিটুনি খেলেন ছাত্রলীগ নেতা!

প্রতিবেদক
News24
September 1, 2020 7:26 pm

মু.ওয়াছীঊদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি- তিনি ইউনিয়ন ছাত্রলীগ নেতা। অথচ ডাক্তার সেজে দিনের বেলায় কৃষকের গরু দেখে আসেন। সুযোগ বুঝে আবার রাতে ওই গরুটিই চুরি করে নিয়ে অন্য বাজারে কম টাকায় বিক্রি করে দেন। অবশেষে চোরাই গরু বিক্রির টাকা এক ব্যবসায়ীর কাছ থেকে আনতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনির শিকার হয়েছেন সেই নেতা।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে (৩১ আগষ্ট) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউপির মীরগন্জ বাজারে। এ ঘটনায় কৃষক, ব্যবসায়ী ও নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আটক গরু চোর শাকিল (৩০) লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং একই ইউপির ছবিলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।সোমবার রাতে কেরোয়া ইউপির বড় বাড়ীর ক্ষতিগ্রস্থ কৃষক সজিব সাংবাদিকদের জানান, গত কয়েকদিন আগে তার একটি গরু চুরি হলে তা আর খুঁজে পাইনি। কিন্তু তার দু’দিন আগে শাকিল গরু বিক্রির কথা জানতে চায়। আমি না

করি। তখনি আমি শাকিলকে সন্দেহ করেছিলাম। সোমবার সকালর আমার এক লোকের মাধ্যমে জানতে পারি শাকিল সদর উপজেলার বশিকপুর ইউপির নাগেরহাট বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে গরু বিক্রির টাকার জন্য অপেক্ষা করছেন। তখনি স্থানীয় লোকদের মাধ্যমে শাকিলকে আটক করে রায়পুরের মিরগঞ্জ বাজারে নিয়ে আসা হয়।আরেক কৃষক রায়পুরে গাইনের বাড়ির জাকির জানান, শাকিল গত

কয়েকদিন ধরে গোপনে পশু ডাক্তার পরিচয় দিয়ে দিনে আমার গরু চিকিৎসার নামে দেখে আসে। রাতে ঘুম থেকে উঠে দেখি আমার গরু চুরি হয়ে গেছে৷ সে বিভিন্ন মানুষকে ধোকা দিয়ে খামার থেকে গরু চুরি করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, রমজানের ঈদ থেকে গরুর ডাক্তার পরিচয় দিয়ে সে বিভিন্ন এলাকার কৃষকের গরু দিনে দেখে এসে রাতে চুরি করতো শাকিলসহ তার অনুসারী কয়েকজন।।সদর উপজেলার হামছাদি ইউপি সদস্য জহির ও ফারুক হোসেন মোবাইল ফোনে জানান, আটককৃত গরু চোর শাকিলের বিষয় নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর স্থানীয়ভাবে শালিস-বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। তখনই তার সঠিক বিচার হবে।উল্লেখ্য, ছাত্রলীগ নেতা শাকিল গত তিন দিনে ৩টি গরু চুরি করেছে বলে শিকার করেছেন। তবে ৮ কৃষক তাদের গরু চুরি হয় বলেও জানিয়েছেন।

এ ঘটনায় লক্ষ্মীপুর-সদর উপজেলার উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু ঘটনার সত্যতা স্বীকার-করে বলেন, ছাত্রলীগ নেতা শাকিলের গরু চুরির ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্থ কৃষকরা স্থানীয়ভাবে সমাধান চাওয়ায় বৈঠকের তারিখ দেয়া হয়েছে। তখনই সিদ্ধান্ত হবে।সদর উপজেলার হামছাদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল বলেন, ব্যক্তির অপরাধ সংগঠন বহন করবে না। শাকিলকে দ্রুত দল থেকে বহিস্কার করার প্রক্রিয়া চলছে।রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, এ ঘটনা সম্পর্কে অবহিত না। ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - অন্যান্য