banglatraffic.com
Monday , 10 August 2020 | [bangla_date]
  1. 1
  2. Blog
  3. hello world
  4. Hello world!
  5. New
  6. news
  7. Online Dating
  8. Paribahis
  9. Микрокредит
  10. অন্যান্য
  11. অপরাধ
  12. অর্থনীতি
  13. আন্তর্জাতিক
  14. করোনা আপডেট
  15. খেলাধূলা

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ২৯০৭ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিবেদক
News24
August 10, 2020 2:41 pm

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৯০৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এনিয়ে বাংলাদেশে করোনায় আ-ক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।সোমবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আ-ক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আ-ক্রান্ত হয়ে প্রথম মৃ-ত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আ-ক্রান্ত ও মৃ-তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

আরও পড়ুন=আরও পড়ুন= করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সারাবিশ্ব। এমন পরিস্থিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে এই অর্থসহায়তা পাওয়ার জন্য রয়েছে কিছু শর্ত রয়েছে। এই সহায়তা পাওয়ার আবেদন করতে হবে ৫টি ধাপে কিছু প্রশ্নের উত্তর দেয়া ও ডকুমেন্টস প্রদানের মাধ্যমে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে:

১. অন্তত ২ থেকে ৫০ জন কর্মী থাকতে হবে।২. ব্যবসায়ের বয়স হতে হবে কমপক্ষে এক বছর।৩. করোনাকালে ক্ষতিগ্রস্থ হয়েছে এমন প্রমাণ থাকতে হবে।৪. আপনার ব্যবসায় সম্পর্কে ফেসবুক খোঁজ খবর রাখতে পারবে এমন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে।৫. আবেদনের জন্য

ফেসবুকে বিজনেস পেজ একটি ভেরিফাইড ই-মেইল থাকতে হবে।৬. থাকতে হবে ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যালয়।৭. শুধুমাত্র অনলাইনে কার্যক্রম থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।৮. থাকতে হবে ব্যবসায়ের লাইসেন্স।৯. অফিসিয়াল রেজিস্ট্রেশানর১০. অংশিদারি ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ লাইসেন্স। ই ই ই

সর্বশেষ - অন্যান্য