banglatraffic.com
Thursday , 3 September 2020 | [bangla_date]
 1. অন্যান্য
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আন্তর্জাতিক
 5. করোনা আপডেট
 6. খেলাধূলা
 7. জাতীয়
 8. পাচঁ মিশালি
 9. বাজার
 10. বিনোদন
 11. মধ্যপাচ্য
 12. মা ও শিশুর যত্ন
 13. রাজনীতি
 14. রাশিফল
 15. লাইফস্টাইল

গত ২৪ ঘণ্টায় দেশে ৩২ জনের মৃ-ত্যু, শনাক্ত ২১৫৮

প্রতিবেদক
News24
September 3, 2020 3:40 pm

করোনাভাইরাসে আ-ক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃ-ত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করে সংক্র-মণ ধরা পড়েছে ২ হাজার ১৫৮ জনের শরীরে। দেশে গত মার্চের শু-রুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার

পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে।দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ-প্তিতে এসব তথ্য জানানো হয়।দেশে এ পর্যন্ত আ-ক্রা-ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ৫৮৬ জনে। এর মধ্যে নতুন করে ২ হাজার ৯৬৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

আরও পড়ুন=বিদেশী খেলোয়াড় নয় পুরো একটি বিদেশি দল অংশ নিবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে। আর সে দল হচ্ছে পাকিস্তানের। জানা গেছে, আগামী নভেম্বর-ডিসেম্বরে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আসরে

পাকিস্তানের একটি দল অংশ নিবে বলে জানা গেছে। বর্তমানে এলপিএলের জন্য পাঁচটি দল চ‚ড়ান্ত হয়েছে। পাকিস্তান থেকে একটি দল অংশ নিলে, প্রতিযোগিতায় দলের সংখ্যা গিয়ে দাঁড়াবে ছয়টিতে। ইতোমধ্যে নিশ্চিত হওয়া পাঁচটি দল হলো, ডাম্বুলা হকস-গল ডলফিনস-জাফনা

কোবরাস-কলম্বো লায়নস এবং ক্যান্ডি টাস্কার্স।পুরো টুর্নামেন্টে ম্যাচ হবে ২৩টি। প্রতিটি দল সর্বোচ্চ ৮ থেকে ১০টি ম্যাচ খেলতে পারবে। এই টুর্নামেন্টে খেলার জন্য ইতোমধ্যে ৩০ জন বিদেশি খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে আইকন খেলোয়াড়ের তালিকায় রয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি, শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজের নাম। এছাড়া নাম আছে বিশ্ব ক্রিকেটের আরও অনেক তারকার।

সর্বশেষ - অন্যান্য