কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোকে ঐ’ক্যবদ্ধ করার চেষ্টা করছে পাকিস্তান। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি এই ইস্যুতে হ’স্তক্ষেপ করতে রাজি না হওয়ায় পাকিস্তান এই পথে হাঁটছে। সম্প্রতি পাকিস্তানে জনপ্রিয় পত্রিকা দৈনিক ডন জানায়, পাকি’স্তানের পররা’ষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী কাশ্মী’র ইস্যুতে ‘বিনয়ের সঙ্গে’ ওআইসিকে পর’রাষ্ট্রম’ন্ত্রীদের নিয়ে একটি সভা ডাকতে বলেন। তা না হলে এই ইস্যুতে ইসলামাবাদের সঙ্গে থাকতে প্রস্তুত মুসলি’ম দেশগুলোকে নিয়ে পাকিস্তান বৈঠক ডাকবে বলে জানিয়ে দেন তিনি। পর’রাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের অনুরোধে পাকি’স্তান কুয়ালালামপুর শীর্ষ সম্মেলন থেকে বেরিয়ে এসেছে। এখন পা’কিস্তান এই ইস্যুতে রিয়াদের নেতৃত্ব প্রত্যাশা করে।’
ভারত কা’শ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই পাকি’স্তান ওআইসিকে বৈঠকে বসার জন্য চাপ প্রয়োগ করে আসছে। তবে নয়াদিল্লি আন্তর্জাতিক স’ম্প্রদায়কে জানিয়ে দিয়েছে যে, কাশ্মীরের মর্যাদা প্রত্যাহারের বিষয়টি অভ্যন্তরীণ এবং অনেক দেশই এই সি’দ্ধান্তকে সমর্থন জানিয়েছে। ডনে প্রকাশিত আগের এক প্রতিবেদনে পাকি’স্তানের একটি
কূট’নৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, কাশ্মীর ইস্যুতে ওআইসির পর”রাষ্ট্রম’ন্ত্রীদের তাৎক্ষণিক বৈঠকের জন্য ইসলামাবাদের আহ্বানে সাড়া দিতে সৌদি আরব অনীহা প্রকাশ করেছে। ওআইসির সদ’স্যদের কাছ থেকে পছন্দসই প্রতি’ক্রিয়া পেতে ব্য’র্থ হওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কা’শ্মীর ই’স্যুতে আমাদের কোনো আওয়াজ নেই এবং আমাদের মধ্যে বড় বিভাজন রয়েছে।
এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন