ভারতের করোনা রোগীদের চিকিৎসা দেয়া আরও একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অ-গ্নিকাণ্ডের ঘ-টনা ঘ-টেছে। এতে অন্তত ৭ জন নি-হত হয়েছেন।রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ দু-র্ঘটনা ঘটে।এনডিটিভি জানিয়েছেন, শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকালে সেখানে আ-গুন লাগে। তবে অ-গ্নিকা-ণ্ডের কারণ





এখনও জানা যায়নি।পুলিশ জানিয়েছে, অগ্নি-কা-ণ্ডের সময় সেখানে ৩০ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে সাতজন রোগীর মৃ-ত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উ-দ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।এদিকে খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। আ-গুন এখনও নিয়-ন্ত্রণে আসেনি।পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা





জানিয়েছেন, আ-গুনের ঘটনায় ১৫-২০ জন কোভিড রোগী আহত হয়েছেন। এর মধ্যে দুই তিনজনের অবস্থা গুরুতর।এর আগে বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নি-কাণ্ডে অন্তত ৮ জনের মৃ-ত্যু হয়।





আরও পড়ুন=এক্কেবারে পানির দামে পাওয়া যাচ্ছে গাড়ি! ২১৬ সিসির গাড়িটির ওজন ৪৫২ কেজি। ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য একদম উপযোগী এক গাড়ি। আর এমনই এক গাড়ি বাজারে এনেছে ভারতীয় কোম্পানী বাজাজ অটো।এছাড়া Qute মডেলের এই গাড়িটি এক লিটার পেট্রোলে ৪৩ কিলোমিটার মাইলেজও দিচ্ছে। সংস্থাটি এমনই দাবি করেছে। এই গাড়িটি পেট্রোল ও সিএনজি- দুই ভার্সনেই পাওয়া যাচ্ছে। ভারতে প্রথম কোয়াড্রিসাইকেল (নতুন ধরনের চার চাকার গাড়ি যা আসলে অটো রিক্সার চার চাকা সংস্করণ) ক্যাটাগরির গাড়ি আনল বাজাজ।





গাড়িটির পেট্রোল ভার্সন ভারতীয় টাকায় দুই লাখ ৪৮ হাজার টাকায় পাওয়া যাবে। সিএনজি ভার্সন এর দাম পড়বে দুই লাখ ৭৮ হাজার টাকা। এরই মধ্যে ভারতের গুজরাট, কেরালা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও ওড়িশায় লঞ্চ করেছে বাজাজ Qute। এবার মহারাষ্ট্রে লঞ্চ হয়েছে।২০১২ সালে আরই ৬০ নাম দিয়ে কিউট-কে এক অটো এক্সিবিশন-এ জসমক্ষে এনেছিল বাজাজ। তখন ভারতের রাস্তায় কোয়াড্রিসাইকেল চালানোর অনুমতি ছিল না। এত বছর অপেক্ষা করার পর এতদিনে এই মডেল লঞ্চ করার অনুমতি পেল বাজাজ। অবশ্য শর্তসাপেক্ষে।




