banglatraffic.com
Sunday , 9 August 2020 | [bangla_date]
  1. 1
  2. all
  3. Blog
  4. hello world
  5. Hello world!
  6. New
  7. news
  8. Online Dating
  9. Paribahis
  10. Update Windows Driver
  11. Микрокредит
  12. অন্যান্য
  13. অপরাধ
  14. অর্থনীতি
  15. আন্তর্জাতিক

এসআই লিয়াকত সম্পর্কে চাঞ্চ’ল্য’কর তথ্য দিলেন অভিনেতা ইলিয়াস কোবরা

প্রতিবেদক
News24
August 9, 2020 8:16 pm

গু’লিতে মৃ’ত্যুর আগে সাবেক সেনা কর্মকর্তা সিনহা বেশ কয়েক ঘণ্টা ছিলেন অভিনেতা ইলিয়াস কোবরার সঙ্গে। এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছেন তিনি। অভিনেতা ইলিয়াস কোবরা বলেন, ‘আমার এলাকায় ইয়া’বার কোন ব্যবসায়ী নেই। যারা আছে তারা লেবার হিসেবে কাজ করে। আমার এলাকায় একটা ভাল বাড়িও নেই। ইয়া’বার কোন গড’ফাদার তো দূরের কথা।’

এসময় এসআই লিয়াকতের সঙ্গে তার কথা প্রসঙ্গে তিনি সেই বেসরকারি টেলিভিশনকে বলেন, ‘লিয়াকতের সঙ্গে আমার পরিচয় আছে। তার সঙ্গে সাবেক মেজরের মৃ’ত্যুর দিনও কথা হয়েছে। আমাদের এখানে একটা বস্তা পাওয়া গিয়েছিল, তখন আমি টেলিফোনে জানানোর পর লিয়াকত সাহেব আসেন। তিনি এসে বস্তাটা নিয়ে যান,আমাদের সদস্যকে নিয়ে গেছেন। তখন আমি তাকে বললাম, যে দেখে জানিয়েছে তাকেই যদি নিয়ে যান, তাহলে খবর দেবে কে?

এসময় তিনি বলেছিলেন, তাদের স্যার কিছু জিজ্ঞাসাবাদ করবেন। তখন তার সঙ্গে বার বার কথা হচ্ছিল, তিনি মানতে চাচ্ছিলেন না। পরে ছেলেটাকে নিয়ে চালানে দিয়ে দেয়। ৩-৪দিন পর জা’মিন পায়। এভাবেই তারা করে।’তিনি আরও বলেন, ‘সিনহার সঙ্গে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে আমার কোন সম্পর্ক নেই, এখানেও নেই, ঢাকাতেও কিছু নেই।’ সূত্র: সময় সংবাদ

আরো পড়ুন…করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে অনলাইন ক্লাসে যুক্ত হতে স্মার্টফোন ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশনা দেয়া হয়েছে।রোববার (৯ আগস্ট) দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পাবলিক বিশ্ববিদ্যালসমূহ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অনাকাঙ্ক্ষিত অবস্থায় শিক্ষার্থীদের সুবিধার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরুর অভিপ্রায়ে ২৫ জুন কমিশন এবং উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল এক সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যদের মতামতের ভিত্তিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে যেন সব শিক্ষার্থী অংশ নিতে পারে, সে লক্ষ্যে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধাসহ শিক্ষার্থীদের বিনামূল্যে ডাটা সরবরাহ এবং সহজ শর্তে স্মার্টফোন কিনতে ঋণ সুবিধার নিশ্চয়তা বিধানের জন্য কমিশন থেকে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেয়া হয়।

সর্বশেষ - অন্যান্য