banglatraffic.com
Monday , 10 August 2020 | [bangla_date]
 1. অন্যান্য
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আন্তর্জাতিক
 5. করোনা আপডেট
 6. খেলাধূলা
 7. জাতীয়
 8. পাচঁ মিশালি
 9. বাজার
 10. বিনোদন
 11. মধ্যপাচ্য
 12. মা ও শিশুর যত্ন
 13. রাজনীতি
 14. রাশিফল
 15. লাইফস্টাইল

এবার সোনার দাম নিয়ে বড় সুখবর

প্রতিবেদক
News24
August 10, 2020 3:43 pm

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। শুক্রবার থেকে হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। এর আগে টানা বেশ কিছুদিন সোনার দাম বেড়েছে।তবে আন্তর্জাতিক বাজারে কমলেও বাংলাদেশের বাজারে এখনো সোনার দাম অপরিবর্তিত রয়েছে।গত ২ আগস্ট প্রতি

আউন্স সোনার দাম বেড়েছে ১০ ডলার। পরদিন বেড়েছে ২ ডলার, ৪ আগস্ট বেড়েছে ৩৯.৬৫ ডলার আর ৫ আগস্ট প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৭.১৫ ডলার। ৬ আগস্ট সোনার বাজার থামে ২০৬৫.৪১ ডলারে। এদিন প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৩.৩০ ডলার।শুক্রবার

হঠাৎ করে সোনার দাম প্রায় ৪২ ডলার কমে ২০২৮.১১ ডলারে বিক্রি হয়। এদিন একবারের জন্যও আগের দিনের দাম পার করতে পারেনি সোনা। গোল্ড প্রাইসের সরাসরি হাল নাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন= ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব গোয়িয়াসের ১০ জন খেলোয়াড়ের দেহে করোনা সনাক্ত হওয়ায় শেষ মুহূর্তে তাদের ম্যাচ বাতিল করা হয়েছে।ব্রাজিলিয়ান ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে সাও পাওলো এফসি বিপক্ষে তাদের এই ম্যাচটি দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু ১০জন খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় সুপিরিয়র স্পোর্টস কোর্ট ফর ফুটবল ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত দেয়। পরবর্তীতে

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের এই সিদ্ধান্ত মেনে নেয়।কোর্টের সিদ্ধান্ত জানানোর আগে ম্যাচ শুরুর একেবারে আগ মুহূর্তে দুই দল পুরোপুরি প্রস্তুত ছিল। এমনকি সাও পাওলোর খেলোয়াড়রা মাঠে নেমে ওয়ার্ম-আপও শুরু করেছিল।এ প্রসঙ্গে গোয়িয়াসের সভাপতি মার্সেলো আলমেইডা স্থানীয় টেলিভিশন চ্যানেল গ্লোবোতে বলেছেন, ‘২৩জনের মধ্যে ১০জন খেলোয়াড় পজিটিভ হয়েছে। দূর্ভাগ্যজনক ভাবে আজই আমরা রিপোর্ট হাতে পেয়েছি।’

সর্বশেষ - অন্যান্য