banglatraffic.com
Tuesday , 11 August 2020 | [bangla_date]
 1. অন্যান্য
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আন্তর্জাতিক
 5. করোনা আপডেট
 6. খেলাধূলা
 7. জাতীয়
 8. পাচঁ মিশালি
 9. বাজার
 10. বিনোদন
 11. মধ্যপাচ্য
 12. মা ও শিশুর যত্ন
 13. রাজনীতি
 14. রাশিফল
 15. লাইফস্টাইল

এবার বাজারে এল স্বল্প মূল্যে নতুন বাইকঃ মাত্র ১৫ মিনিটের চার্জে চলবে ৪৭০ কি:মি:

প্রতিবেদক
News24
August 11, 2020 8:33 am

ইলেকট্রিক স্কুটার আনল ইভোক মোটরসাইকেলস নামের প্রতিষ্ঠানটি বাইকের বাজারে আবিষ্কার করেছে নতুন এক বাইক।অদ্ভুত এক ক্ষমতা থাকবে এই বাইকের। মাত্র ১৫ মিনিটের চার্জ দিলেই একটানা ৪৭০ কিলোমিটার চলবে। বাইকটির মডেল হচ্ছে ইভোক ৬০৬১।নির্মাতা প্রতিষ্ঠানটি

দাবি করছে ই-বাইকটিতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হয়েছে। ফলে অল্প সময়েই এর ব্যাটারি ফুল চার্জ করা যাবে।মাত্র ১৫ মিনিট চার্জ দিলে শহরে বাইকটি ৪৭০ কিলোমিটার চলবে। হাইওয়েতে চলবে ২৬৫ কিলোমিটার।

শুধু তাই নয় এই ই-বাইকটি গতির রাজাও। এতে আছে ১২০ কিলোওয়াট মোটর, যেটি সর্বোচ্চ ২৩০ কিমি প্রতি ঘন্টা যেতে পারে। এই বাইকে আছে ২৪.৮ কিলোওয়াটআওয়ার ব্যাটারি।এবার আপনি নিশ্চই ভাবছেন যে বাইকটি নিশ্চয়ই চার্জ করতে অনেক্ষণ লাগবে। মোটেই নয়, আপনি

এইবৈদ্যুতিক বাইকটি ডিসি ১২৫ ওয়াট ফাস্ট চার্জার দিয়ে মাত্র ১৫ মিনিটেই ০-৮০ শতাংশ চার্জ করতে পারবেন।ইভোক ৬০৬১ বাইকটি আপাতত আমেরিকায় পাওয়া যাবে। এর দাম ২০ লাখ টাকার ও বেশি।

আরও পড়ুন=মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ঘরের বাইরে যাননি বিদ্যা সিনহা মিম। এর মধ্যে নিজের ইউটিউবের জন্য কয়েকটি কনটেন্ট তৈরি করলেও সেগুলো ঘরে থেকেই শুটিং করেছেন। দুই ঈদে বেশ কিছু নাটক ও টেলিছবির কাজ ফিরিয়ে দিয়েছেন ‘সুইটহার্ট’ নায়িকা। ৮ আগস্ট নতুন একটি ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন মিম। ১৭ আগস্ট থেকে শুটিং করতে চান পরিচালক। মিম পরিচালককে প্রস্তাব দিয়েছিলেন

অক্টোবর থেকে শুটিং করার। পরিচালক ১৭ আগস্ট থেকে শুটিং করার জন্য না[ছোড়বান্দা হওয়রু পারিশ্রমিক ২০ লাখ টাকা দাবি করেছেন ‘লাক্স তারকা’। বলেন, ‘করোনার মধ্যে শুটিং করা মানেই জীবনের ঝুঁ[কি। এই ঝুঁ[কি যদি নিতেই হয়, তাহলে পারিশ্রমিক তো বাড়বেই। আমি পরিচালকের নাম বলতে চাই না। তিনি এই সময়ের মেধাবী পরিচালকদের একজন। হয়তো প্রযোজকের চাপ আছে বলেই তিনি এই দুঃসময়ে শুটিং করতে চাইছেন।’ মিম এর আগে ‘পদ্ম পাতার জল’ ছবির জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

সর্বশেষ - অন্যান্য