banglatraffic.com
Monday , 10 August 2020 | [bangla_date]
  1. 1
  2. Blog
  3. hello world
  4. Hello world!
  5. New
  6. news
  7. Online Dating
  8. Paribahis
  9. Микрокредит
  10. অন্যান্য
  11. অপরাধ
  12. অর্থনীতি
  13. আন্তর্জাতিক
  14. করোনা আপডেট
  15. খেলাধূলা

একলাফে কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন বিশ্ব বাজারে আজকের দাম

প্রতিবেদক
News24
August 10, 2020 6:26 am

বিশ্ব বাজার সহ দেশে বাজারে গত ২ আগস্ট থেকে টানা উত্থানের পর ৭ আগস্ট পর্যন্ত হু হু করে বেড়ে চলেছিলস্বর্ণের দাম। তবে ৭ আগস্ট (শুক্রবার) এসে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে সোনার দামে।এদিন হাত বদলের এক পর্যায়ে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে প্রতি

আউন্স সোনা বিক্রি হয় ২০২৮.১১ ডলারে।আগের দিনের সবশেষ দামের চেয়ে এই দাম প্রায় ৪২ ডলার (৪১.৯৪) কম। এদিন একবারের জন্যও আগের দিন দাম পার করতে পারেনি সোনা।গোল্ড প্রাইসের সরাসরি হাল নাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া যায়। এর আগে লাফিয়ে

লাফিয়ে বাড়ছিল সোনার দাম।বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১০ ডলার। পরেরদিনবেড়েছে ২ ডলার, ৪ আগস্ট বেড়েছে ৩৯.৬৫ ডলার আর ৫ আগস্টে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৭.১৫ ডলার।৬ আগস্ট সোনার বাজার থামে ২০৬৫.৪১ ডলারে। এদিন প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৩.৩০ ডলার।

আরও পড়ুন= স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব কোনটাই মানা হচ্ছে না কুমিল্লার গণপরিবহনগুলোতে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিটি বাস ও মিনিবাসে সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সরকারি নির্দেশনা থাকলেও কুমিল্লার শাসনগাছা, চকবাজার এবং জাঙ্গালিয়া বাস টার্মিনালের কোনও পরিবহনে তা মানতে দেখা যায় নি। তবে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া ঠিকই নেওয়া

হচ্ছে যাত্রীদের কাছ থেকে। পাশাপাশি দুই জনের সিটে একজন বসার বিধান থাকলেও এখন কোনও পরিবহন সেই নিয়ম মানছেন না। এছাড়া জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার কোনও কিছুরই ব্যবহার করছেন না পরিবহন সংশ্লিষ্টররুতবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা, না মানা এবং ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহনচালক ও যাত্রীদের মধ্যে পাল্টপাল্টি অভিযোগেরও শেষ নেই। আবার যাত্রীদের মধ্যেও অনেককে মাস্ক ছাড়াই বাসে উঠতে দেখা গেছে। এ কারণে পাশের সিটে বসা যাত্রীদের অস্বস্তিও প্রকাশ হয়েছে বিস্তর।

সর্বশেষ - অন্যান্য